Hypoglycemia (sugar fall)
- Kalyan Samanta

- Oct 11, 2021
- 1 min read
হাইপোগ্লাইসেমিয়া - চলতি কথায় যাকে বলে সুগার কমে যাওয়া । রক্তে সুগার এর পরিমাণ অনেক কমে গেলে ( 70mg/dl – এর কম) মস্তিস্কে সুগার ঠিকভাবে পৌছয় না । যেহেতু মস্তিস্কের কাজ করার জন্য সুগার অবশ্যই দরকার, তাই বহুক্ষণ মস্তিস্কে সুগার না পৌছলে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে

। এর উপসর্গ হল হঠাৎ করে অতিরিক্ত ঘাম দেওয়া, বুক ধরফর করা, অস্বস্তি হওয়া। অতিরিক্ত শরীর খারাপ ও অজ্ঞানও হয়ে যেতে পারেন । খাবার ও ঔষধ নিয়মমতো না খেলে, উপোস করলে, বেশিক্ষণ না খেয়ে থাকলে এর সম্ভাবনা থাকে । যে সমস্ত রোগীরা ইনসুলিন নেন তাদের এটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে । সর্বদা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চললে এধরনের সম্ভাবনা কম থাকে । কোন ডায়াবেটিস রোগীর শরীর অতিরিক্ত খারাপ হলে সাথে সাথে গ্লুকোজের জল, মিষ্টি জাতিও খাবার বা লবণ ও চিনির মিশ্রিত জল খাওয়ানো হলে হাইপোগ্লাইসেমিয়া থেকে উপশম হয়। সাথে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন । কখনও জ্ঞান হারিয়ে ফেললে তৎক্ষনাৎ ডাক্তারবাবুর পরামর্শ নিন বা হাসপাতালে ভর্তি করুন । (Image: Lippincott's Pharmacology 6th ed)





Comments