top of page
Search

Hypoglycemia (sugar fall)

  • Writer: Kalyan Samanta
    Kalyan Samanta
  • Oct 11, 2021
  • 1 min read

হাইপোগ্লাইসেমিয়া - চলতি কথায় যাকে বলে সুগার কমে যাওয়া । রক্তে সুগার এর পরিমাণ অনেক কমে গেলে ( 70mg/dl – এর কম) মস্তিস্কে সুগার ঠিকভাবে পৌছয় না । যেহেতু মস্তিস্কের কাজ করার জন্য সুগার অবশ্যই দরকার, তাই বহুক্ষণ মস্তিস্কে সুগার না পৌছলে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে

ree

এর উপসর্গ হল হঠাৎ করে অতিরিক্ত ঘাম দেওয়া, বুক ধরফর করা, অস্বস্তি হওয়া। অতিরিক্ত শরীর খারাপ ও অজ্ঞানও হয়ে যেতে পারেন । খাবার ও ঔষধ নিয়মমতো না খেলে, উপোস করলে, বেশিক্ষণ না খেয়ে থাকলে এর সম্ভাবনা থাকে । যে সমস্ত রোগীরা ইনসুলিন নেন তাদের এটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে । সর্বদা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চললে এধরনের সম্ভাবনা কম থাকে । কোন ডায়াবেটিস রোগীর শরীর অতিরিক্ত খারাপ হলে সাথে সাথে গ্লুকোজের জল, মিষ্টি জাতিও খাবার বা লবণ ও চিনির মিশ্রিত জল খাওয়ানো হলে হাইপোগ্লাইসেমিয়া থেকে উপশম হয়। সাথে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন । কখনও জ্ঞান হারিয়ে ফেললে তৎক্ষনাৎ ডাক্তারবাবুর পরামর্শ নিন বা হাসপাতালে ভর্তি করুন । (Image: Lippincott's Pharmacology 6th ed)

 
 
 

Comments


@ ksamanta.in

bottom of page